নারায়ণগঞ্জ ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণোৎসব অনুষ্ঠিত

 অনলাইন ভার্সন
  • ১০:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
  • / ৫৫৩

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা : “সত্য বল সুপথে চল, ওরে আমার মন” বাউল সম্রাট ফকির লালন শাহ্ তাঁর জীবদ্দশায় পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর স্মরণোৎসব প্রতি বছরের ন্যায় এবারো এ আয়োজন করা হয়।

সোমবার ১৩ জানুয়ারি রাত ৮টায় মেসার্স আদনান এন্টারপ্রাইজ ও মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের সহযোগিতায় ও জসিম ভন্ড পাগল ছাই এবং পাগল জনম বন্ড ছাই এর পরিচালনায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর স্মরণোৎসব -২০২০ উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে সাইলো এলাকায় ২-দিন ব্যাপী লালন উৎসব, আলোচনা ও লালন সঙ্গীতানুষ্ঠানের এ আয়োজন করা হয়।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

ফেসবুকে👍আপনার_বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণোৎসব অনুষ্ঠিত

১০:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা : “সত্য বল সুপথে চল, ওরে আমার মন” বাউল সম্রাট ফকির লালন শাহ্ তাঁর জীবদ্দশায় পূর্ণিমার রাতে খোলা মাঠে শিষ্যদের নিয়ে সারারাত ধরে গান বাজনা করতেন। সেই ধারাবাহিকতায় এখনো বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর স্মরণোৎসব প্রতি বছরের ন্যায় এবারো এ আয়োজন করা হয়।

সোমবার ১৩ জানুয়ারি রাত ৮টায় মেসার্স আদনান এন্টারপ্রাইজ ও মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের সহযোগিতায় ও জসিম ভন্ড পাগল ছাই এবং পাগল জনম বন্ড ছাই এর পরিচালনায় বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর স্মরণোৎসব -২০২০ উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে সাইলো এলাকায় ২-দিন ব্যাপী লালন উৎসব, আলোচনা ও লালন সঙ্গীতানুষ্ঠানের এ আয়োজন করা হয়।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"