স্টাফ রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা : মেঘালয় লাক্সারী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ জাকির হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে নরসিংদী জেলা সদরের পাঁচদোনা মোড়স্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে র্যাব তাকে আটক করে। আটক-জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ণমতি এলাকার বাসিন্দা।
র্যাব-১১‘র অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধৃত জাকির দীর্ঘদিন ধরে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।
জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

